বন্ধু আমার নয়ন্‌ বাঁকা

বন্ধু আমার নয়ন্‌ বাঁকা, সূর্য্যমুখা প্রাণ সখা,প্রকাশিয়ে দিতে দেখা, নিজ জ্যোতে যায় গো ঢাকা ॥ থেকে প্রাণ শিরাধিক, সে আমার নজ্‌দিক।যেন আমার আমি ঠিক, তথাপিয় পাইনা দেখা ॥ নেত্রে যেন নেত্র মণি, ত্রিভুবন দেখাই পূনি।নিজে নিজ দিন মণি, নিজ দেখা পায় না সখা ॥ আপে আপ অপরূপ, দর্শিতে আপন রূপ।দর্পণ করিয়ে আমায়ে, নিজরূপে কল্য দেখা […]

বন্ধু আমার নয়ন্‌ বাঁকা, সূর্য্যমুখা প্রাণ সখা,
প্রকাশিয়ে দিতে দেখা, নিজ জ্যোতে যায় গো ঢাকা ॥

থেকে প্রাণ শিরাধিক, সে আমার নজ্‌দিক।
যেন আমার আমি ঠিক, তথাপিয় পাইনা দেখা ॥

নেত্রে যেন নেত্র মণি, ত্রিভুবন দেখাই পূনি।
নিজে নিজ দিন মণি, নিজ দেখা পায় না সখা ॥

আপে আপ অপরূপ, দর্শিতে আপন রূপ।
দর্পণ করিয়ে আমায়ে, নিজরূপে কল্য দেখা ॥

আল্ ইন্‌ছান ছির্‌রী আনা, ছির্‌রূহ করি বর্ণনা।
হাদিছ মাঝারে খুলে, ফৰ্ম্মাইছে নবী সখা ॥

মক্‌বুল মক্‌বুল নয়, সেত রূপ আর্শী হয়।
নিজরূপে নিজদর্শে, তার ছলে মাওলা সখা॥

আর্শী আবার আর্শী নয়, আর্শী মুলে চক্ষু হয়।
চক্ষু না থাকিলে কেহ, কার রূপ পায়না দেখা ॥

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


বন্ধু আমার নয়ন্‌ বাঁকা