বাবাজানের নূরের কি রৌশন

দেখ ভক্তগণ বাবাজানের নূরের কি রৌশননিরুপমার নাই উপমা স্বর্গ মর্ত্ত ত্রিভূবন ।। আহা কি নূরের ছটা হেরিয়া নয়ন জুড়ায়,নূরের লহর ঝলমল করে স্থির সৌদামিনি প্ৰায়,এই নূরের লাগী সর্বত্যাগী সাধুভক্ত দরবেশ গণ ।। নূরের পুতলা বাবা ভাণ্ডারী যে নুর খেলায়,কুহুতেরী পাহাড় জ্বলে নূরেরী তজল্লায়,একমনে স্থির নয়নে কর সে যে দরশন ।। খাদেম হীন রমেশে বলে শুন […]

দেখ ভক্তগণ বাবাজানের নূরের কি রৌশন
নিরুপমার নাই উপমা স্বর্গ মর্ত্ত ত্রিভূবন ।।

আহা কি নূরের ছটা হেরিয়া নয়ন জুড়ায়,
নূরের লহর ঝলমল করে স্থির সৌদামিনি প্ৰায়,
এই নূরের লাগী সর্বত্যাগী সাধুভক্ত দরবেশ গণ ।।

নূরের পুতলা বাবা ভাণ্ডারী যে নুর খেলায়,
কুহুতেরী পাহাড় জ্বলে নূরেরী তজল্লায়,
একমনে স্থির নয়নে কর সে যে দরশন ।।

খাদেম হীন রমেশে বলে শুন যত বন্ধু ভাই,
নূর তত্ত্ব না জানলে খোদা রসূল পাওয়ার আশা নাই,
নূর মহলে নূর পুতুলে নূর খেলে নূর নিরঞ্জন ।।

লেখক: কবিয়াল রমেশ শীল

বাবাজানের নূরের কি রৌশন