আর কত কাঁদাবে মোরে

আর কত কাঁদাবে মোরে ওরে দয়াল মাওলানা(আমার) কাঁদিয়ে জনম গেল, তোমার দয়া হইলনা। হইয়ে তোমার প্রেমে মাতোয়ারা, ইষ্ট মিত্র হলেম হারা,ভেবে পাই না কুল কিনারা, চরণ ছাড়া কইরনা ॥ অন্য আশা মনে নাই কেবল তোমার চরণ চাই,নূরী চরণ যদি পাই আর কি দাসের ভাবনা ॥ সর্বদোষে আমি দোষী, তুমি অদোষী দরশী,তুমি আমার কাবা কাশী, তুমি […]

আর কত কাঁদাবে মোরে ওরে দয়াল মাওলানা
(আমার) কাঁদিয়ে জনম গেল, তোমার দয়া হইলনা।

হইয়ে তোমার প্রেমে মাতোয়ারা, ইষ্ট মিত্র হলেম হারা,
ভেবে পাই না কুল কিনারা, চরণ ছাড়া কইরনা ॥

অন্য আশা মনে নাই কেবল তোমার চরণ চাই,
নূরী চরণ যদি পাই আর কি দাসের ভাবনা ॥

সর্বদোষে আমি দোষী, তুমি অদোষী দরশী,
তুমি আমার কাবা কাশী, তুমি আমার মদিনা ॥

রমেশ তোমার পাগল ছেলে, স্থান পেতে চাই চরণ তলে,
চরণ দানে কৃপণ হলে দয়াল নাম কেন ঘোষণা ॥

লেখক: কবিয়াল রমেশ শীল

আর কত কাঁদাবে মোরে