সরল প্রাণে এত দুঃখ্ দিলে
আমি তোর লাগিয়া দুঃখ পাইয়া, বুক ভাসে নয়ন জলে ॥
সহেনা সহেনা জ্বালা, আমি প্রেম না করি ছিলাম ভালারে
আমার দু’নয়নে নদী নালা তুই বন্ধুয়া বাসাইলে ॥
তুই বন্ধুরে বিশ্বাস করে, আমি ঝাঁপ দিয়াছি যমুনার জলে
তুই আমারে বলেছিলি, ছাড়বি না জীবন গেলে ॥
আগে যদি জানতামরে আমি, এত নিষ্ঠুর বন্ধু তুমিরে
আমি বসে থাকতাম একাকিনী, কি হইত প্রেম না করলে ॥
থাক বন্ধু থাকরে সুখে, আমি মরি দেখুক লোকেরে
অভাগিনীর মরণ কালে আসিও সংবাদ পাইলে ॥