আমি তোমার পোষা পাখী

আমি তোমার পোষা পাখী ওহে দয়াময়তুমি আমার মন মহাজন সদয় নিদয় ॥ আমি তোমার পোষা পাখি, যা শিখাও তাই শিখিযা করাও তাই করি আমি, আমি কিছু নয় ॥ সংসার পিঞ্জরে তুমি, রেখেছ রয়েছি আমিসুখ ভোগে আশা মিটেনা, ছুটিতে চাহে হৃদয় ॥ আমারে লইয়া তুমি, খেলা কর দিবা যামীহাসাইলে হাসি আমি, কান্দাইলে কান্দিতে হয় ॥ চালাইলে […]

আমি তোমার পোষা পাখী ওহে দয়াময়
তুমি আমার মন মহাজন সদয় নিদয় ॥

আমি তোমার পোষা পাখি, যা শিখাও তাই শিখি
যা করাও তাই করি আমি, আমি কিছু নয় ॥

সংসার পিঞ্জরে তুমি, রেখেছ রয়েছি আমি
সুখ ভোগে আশা মিটেনা, ছুটিতে চাহে হৃদয় ॥

আমারে লইয়া তুমি, খেলা কর দিবা যামী
হাসাইলে হাসি আমি, কান্দাইলে কান্দিতে হয় ॥

চালাইলে চলি আমি, বলাইলে বলি আমি
তুমি আমি আমি তুমি, দেহ-আত্মা পরিচয় ॥

লেখক : মনমোহন দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমি তোমার পোষা পাখী