আমি বানাই তারে মাথার বেণী
লইয়া ঘুরতাম দেশ বিদেশ
শ্যাম যদি মোর হইত মাথার কেশ॥
শ্যাম আমার গুণমণি
তোরা এনে দে মোর প্রাণ সজনী
আমি শ্যামের লাগি কলংকিনী হইয়াছি পাগলের বেশ ॥
আমি শ্যামের জন্য এ কি করিলাম
আমার জাত কুলমান সব হারালাম
আমি তবু তারে না পাইলাম ঘুরলাম আমি দেশ বিদেশ ॥
শ্যাম তোমায় ভালবাসি
আমি সমাজে হইলাম দোষী
আমি তবু তারে না পাইলাম সোনার যৌবন করলাম শেষ ॥