মাঝি ত্রিবেণীর ঘাটের জোয়ার

মাঝি ত্রিবেণীর ঘাটের জোয়ার ধইরে যেইও, ভাণ্ডারীর বরজকে তরী ধীরে ধীরে বাইও।। প্রথম ঘাট নাছুতের বাজার হুসিয়ারে রইও। সেই ঘাটে ডাকাতের মেলা, মূলে হারাইবা চাইও।। তারপর মলকুতের শহর দিশ ঠিক রাখিও। ডানে বামে চন্দ্র সূর্য মধ্যে দি চলিও।। যব্রুতে বাতাসের খেলা বাদাম উঠাই দিও। নিলক্ষের বাক দৃষ্টি করি সোপানটি ধরিও।। রমেশ বলে লাহুতের ঘাটে দিদারে […]

মাঝি ত্রিবেণীর ঘাটের জোয়ার ধইরে যেইও,
ভাণ্ডারীর বরজকে তরী ধীরে ধীরে বাইও।।

প্রথম ঘাট নাছুতের বাজার হুসিয়ারে রইও।
সেই ঘাটে ডাকাতের মেলা, মূলে হারাইবা চাইও।।

তারপর মলকুতের শহর দিশ ঠিক রাখিও।
ডানে বামে চন্দ্র সূর্য মধ্যে দি চলিও।।

যব্রুতে বাতাসের খেলা বাদাম উঠাই দিও।
নিলক্ষের বাক দৃষ্টি করি সোপানটি ধরিও।।

রমেশ বলে লাহুতের ঘাটে দিদারে পৌছিও।
পীর মুরিদে এক রং ধরি আনন্দে কাটাইও।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

মাঝি ত্রিবেণীর ঘাটের জোয়ার