আমার পরাণের ধন হিয়া

আমার পরাণের ধন হিয়া,কোন দোষেতে রইলা বন্ধু — প্রাণে ব্যথা দিয়া রে। এতকাল কাটালাম বন্ধু, তোমায় সঙ্গে লইয়া,আজ কেন গেলা ছাড়ি নিমাইয়া হইয়া রে।। আগে যদি জানতাম রে বন্ধু, যাইবারে ছাড়িয়া,রাখতাম আমি হৃদপিঞ্জরে, প্রেমের ডুরি দিয়া রে।। আজ আসিবি, কাল আসিবি — রইলাম যে বসিয়া,তুই বন্ধুয়ার আশায় আমার জীবন গেল বইয়া রে।। তোমারে পাইবো বলে […]

আমার পরাণের ধন হিয়া,
কোন দোষেতে রইলা বন্ধু — প্রাণে ব্যথা দিয়া রে।

এতকাল কাটালাম বন্ধু, তোমায় সঙ্গে লইয়া,
আজ কেন গেলা ছাড়ি নিমাইয়া হইয়া রে।।

আগে যদি জানতাম রে বন্ধু, যাইবারে ছাড়িয়া,
রাখতাম আমি হৃদপিঞ্জরে, প্রেমের ডুরি দিয়া রে।।

আজ আসিবি, কাল আসিবি — রইলাম যে বসিয়া,
তুই বন্ধুয়ার আশায় আমার জীবন গেল বইয়া রে।।

তোমারে পাইবো বলে সব দিয়াছি সঁপিয়া,
সকল দুঃখ পাশরিতাম তোমাকে পাইয়া রে ।।

আসবে আমার শ্যাম কালাচান, আছি পন্থ চাইয়া,
আর কতকাল থাকবো আমি পরাণ বান্ধিয়া রে।।

অধম ইসলাম বিনয় করে চরণে লুটিয়া
তোমার লাগি জীবন গেল কান্দিয়া-কান্দিয়া রে।।

error:

আমার পরাণের ধন হিয়া