রাতুল চরণ দেখব আমি কবে, আসিয়ে ভবে,
রাতুল চরণ দেখব আমি কবে।
পরিচয় করতে তাঁর, পাঠাইলেন এ সংসার,
এই কথা জান তোমরা সবে।।
কুজনের কু যুক্তিতে, গেলা সব নানা পথে,
কামাদি অহঙ্কার লোভে।
যত পথ দেখায় সোজা, বুঝিলে ভূতের বোজা;
ঘুরতে আছি এই ভবার্ণবে।।
চরণাশ্রমে বসি জপ নাম দিবা নিশী।
এই নামে সফল সকল হবে।
কোথাতে এলে এথা, আসে দিন যাবে কোথা,
তার কি আয়োজন করা যাবে।।
ধিক তোর জীবনে ধিক, কাজের হলনা ঠিক!
কি গতি আসবে শমন যবে।
করিমের কথা ধর, মাওলা নাম জপন কর,
দু’কুলে সর্বজয়ী হবে।।