স্মরিয়ে তোমারি নাম যে যখন গিয়াছে

স্মরিয়ে তোমারি নাম যে যখন গিয়াছে যথা। সর্বত্র মঙ্গল তার সর্বজয়ী যথা তথা। চন্দ্র, সূর্য, গ্রহ, রাশি, যোগ যোগিনী তোমার দাসী। তোমার নামে নম্র শিরে ভক্তি করে দেব দেবতা। শিকর সাগর গিরি, লোকালয় দেব পুরি। সিংহ ব্যাঘ্র সবের পরে বিস্তৃত তোমার ক্ষমতা। তুমি কান্ত মাইজভাণ্ডারী, নাম দিয়াছ দুঃখ হারি। দাসের কি ভাবনা ভবে তুমি হর্তা […]

স্মরিয়ে তোমারি নাম যে যখন গিয়াছে যথা।
সর্বত্র মঙ্গল তার সর্বজয়ী যথা তথা।

চন্দ্র, সূর্য, গ্রহ, রাশি, যোগ যোগিনী তোমার দাসী।
তোমার নামে নম্র শিরে ভক্তি করে দেব দেবতা।

শিকর সাগর গিরি, লোকালয় দেব পুরি।
সিংহ ব্যাঘ্র সবের পরে বিস্তৃত তোমার ক্ষমতা।

তুমি কান্ত মাইজভাণ্ডারী, নাম দিয়াছ দুঃখ হারি।
দাসের কি ভাবনা ভবে তুমি হর্তা তুমি কর্তা।

জগত কে খাদ্য দাও, আমায় কেন ছেড়ে যাও।
করিমরে কৃপা কর অহে ভবের ভিক্ষা দাতা।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

স্মরিয়ে তোমারি নাম যে যখন গিয়াছে