ওহে প্রাণের সার

ওহে! প্রাণের সার, কি দিয়া ভজিব চরণ আপনারশুনরে প্রাণের ধন অধীনের নিবেদন,দাসের মুণ্ড বলি দেব পায়ে আপনার। তীক্ষ্ণ খড়গ প্রহারিয়ে দাসের মুণ্ড হাতে নিয়ে,তাহা দেখি শান্ত কর মন আপনার ।। ইমাম হোসাইন প্রায় রক্ত মোর লেপি গায়,শহীদি কাফন দিবা হাতে আপনার ।। আশেক ভাইগণ সঙ্গে করি, জানাযা নামায পড়ি,কবরে দাবিয়া দিবে পায়ে আপনার ।। আস্তানা […]

ওহে! প্রাণের সার, কি দিয়া ভজিব চরণ আপনার
শুনরে প্রাণের ধন অধীনের নিবেদন,
দাসের মুণ্ড বলি দেব পায়ে আপনার।

তীক্ষ্ণ খড়গ প্রহারিয়ে দাসের মুণ্ড হাতে নিয়ে,
তাহা দেখি শান্ত কর মন আপনার ।।

ইমাম হোসাইন প্রায় রক্ত মোর লেপি গায়,
শহীদি কাফন দিবা হাতে আপনার ।।

আশেক ভাইগণ সঙ্গে করি, জানাযা নামায পড়ি,
কবরে দাবিয়া দিবে পায়ে আপনার ।।

আস্তানা শরীফ পাশ দাফন করিবা লাশ,
যেন সদা পদাঘাত শুনি আপনার ।।

রক্ত অঙ্গ শির হাতে উঠিব হাশরেতে,
পিছে পিছে এ দাস ভ্রমিব আপনার ।।

নবীজির দেখা পাইলে, পড়িয়া চরণ তলে,
শোকরিয়া আরজ করিব আপনার ।।

শুন নিধনীর ধন মাইজভাণ্ডারী গাউছে ধন,
নিজ দাসে বলি দেয় পায়ে আপনার ।।

তুই বন্ধুয়ার প্রেম বলে আর্শ্বের কাঙ্গুরা তলে,
লেপটে ধরিবে প্রিয়ে দামান আপনার ।।

অপার মহিমা তোর গাহিব হইয়া ভোর,
দাস হাদীর কাটা শিরে গুণ আপনার।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

ওহে প্রাণের সার