আয় না নাগর রসিক বাঁকা।
বিচ্ছেদে আকুল চিত্ত প্রাণটি রাখ দিয়ে দেখা।
বসেছি আসিবে বলে, বেলা যেতেছে চলে।
তারকা পশ্চিমে গেল শশী দিল ভূমি চাকা।
এসে ছিলে গত নিশি, হাতে ছিল প্রেমের বাঁশি।
ঘুমায়ে ছিলেম পাপীয়সী জেগে পেলেম চরণ রেখা।
পুনঃ এস দয়া করি, যুগল চরণে পড়ি।
লওনা নাথ সঙ্গে করি আর কত দিন থাকব একা।
দুঃখ সুখ পাপ পুণ্য, স্বর্গ কি নরক শূন্য।
করিমের হবে যদি মনের মানুষ তুমি বাবা।