শরমে বুঝাই কার কাছে

শরমে বুঝাই কার কাছে, মামীর সনে পিরীত করি আমার পরাণ ন-বাঁচে।। মামী ভাইগনা প্রেম করিলাম অল্প বয়সের কাল, ন-জানি পিরীতি করি ঘটাইলাম জঞ্জাল। মামীর সঙ্গে ফুল পালঙ্গে ধরা খাই লোকের কাছে।। উত্তর পাড়া দক্ষিণ পাড়া মইধ্যে টঙ্গির ঘর, সইন্ধ্যা বেলায় খাইয়ে ধরা সেই ঘরের ভিতর। ভালা মাইনষুর পুঁয়া আমি মুখ দেখাইয়ুম কার কাছে।। মামী ভাইগনা […]

শরমে বুঝাই কার কাছে,
মামীর সনে পিরীত করি আমার পরাণ ন-বাঁচে।।

মামী ভাইগনা প্রেম করিলাম অল্প বয়সের কাল,
ন-জানি পিরীতি করি ঘটাইলাম জঞ্জাল।
মামীর সঙ্গে ফুল পালঙ্গে ধরা খাই লোকের কাছে।।

উত্তর পাড়া দক্ষিণ পাড়া মইধ্যে টঙ্গির ঘর,
সইন্ধ্যা বেলায় খাইয়ে ধরা সেই ঘরের ভিতর।
ভালা মাইনষুর পুঁয়া আমি মুখ দেখাইয়ুম কার কাছে।।

মামী ভাইগনা প্রেম করিলাম গোপনে গোপন,
ন-জানি পিরীতি গরি আমার হইল মরণ।
পাড়া পড়শি শত্রু করি নিল মাতবরের কাছে।।

মাতবর বিবাদী হয়ে দরখাস্ত জানাই,
জবানবন্দি দিইয়্যি সঙ্গী সঙ্গে কেহ নাই।
কহে হীন খাইরুজ্জামা প্রেম ধারাতে আইন আছে।।

লেখক: মাস্টার খাইরুজ্জামা

error:

শরমে বুঝাই কার কাছে