কি দোষ করিলাম কার দেখবে আমার মাওলাধন,
বিনা দোষে দোষী করি কেন করে জ্বালাতন।।
আমি তোমার নামধারী,
তোমার অর্চনা করি,
এই অপরাধে বুঝি করে এত উৎপীড়ন।।
জালেমে জাহেলে মেলা,
দেখাচ্ছে জাহেলী লীলা,
জাহেলের সঙ্গে মিলা আলেমরূপী জাহেলগণ।।
রীতি-নীতি নাহি জানে,
যুক্তি তর্ক নাহি মানে,
বন্য পশুর প্রায় দেখি তা সবেরী আচরণ।।
বিবেক বিচারহারা,
হিংস্রজন্তু প্রায় তারা,
তাদের থেকে রক্ষা কর মোর্শেদ মাওলাধন।।
দাসগণের মুখ রাখ, করিমের নিবেদন।।