প্রিয়াধন রসিক রঙ্গিলা, প্রিয়াধন রসিক রঙ্গিলা।
আপ্ত প্রেমে মজি আপে জুড়াইলা খেলা।।
ছিলে প্রিয়ে নিরাকার, না আছিল এ সংসার।
আপ্তরূপ হেরিবারে মনে ইচ্ছিলা।।
তবে নিজ রূপ গুণে, ঝলকিয়ে প্রিয়ধনে।
গুপ্তে ব্যক্তে যত আছে সব সৃজিলা।।
হৈয়ে প্রেমেরি বশ, না পাইয়ে প্রেমরস।
মানব আঁকারে ছলে দেখাইলা লীলা।।
জ্বালিয়ে প্রেমের বাত্তি, উজ্জ্বল করিয়ে জ্যোতি।
প্রেমরূপ গুণ সভা কৈল্যা উজ্বালা।।
আমি কি করিব বর্ণন, মানব কেমন ধন।
লৌলাক বসনে যারে প্রভু সাজাইলা।।
প্রভু ভেদি নর জান, নর ভেদি প্রভুমান।
আল-ইনসান ছিররী বৈলে ঢ়েঁড়ারা বাজাইলা।।
মকবুল মজিয়ে প্রেমে, জ্ঞাপি মাওলানা মর্মে।
ভবে কলঙ্কের ডালি শিরে লৈলা।।