হারা মন খুঁজতে আইলাম

হারা মন খুঁজতে আইলাম প্রিয়ার চরণে,মায়া করি দেও মন ধন এই অধীনে। বহু শ্রদ্ধা করি মনে, এসেছিলাম তোর চরণে,হারাইলেম সরলা মন প্রিয়ে সে দিনে। ঢুরিয়ে কানন বন, না পাইলেম হারা মন,ইঙ্গিতে বুঝিলেম প্রিয়ে ধন রাখছ গোপনে। সহেনা সহেনা প্রাণে, সেই ধন হারাইলেম কেনে,চরণ মুছি দাও ফিরে ধন রাখি যতনে। পঞ্চতনের নাম স্মরণে, বলে দাস হাদী […]

হারা মন খুঁজতে আইলাম প্রিয়ার চরণে,
মায়া করি দেও মন ধন এই অধীনে।

বহু শ্রদ্ধা করি মনে, এসেছিলাম তোর চরণে,
হারাইলেম সরলা মন প্রিয়ে সে দিনে।

ঢুরিয়ে কানন বন, না পাইলেম হারা মন,
ইঙ্গিতে বুঝিলেম প্রিয়ে ধন রাখছ গোপনে।

সহেনা সহেনা প্রাণে, সেই ধন হারাইলেম কেনে,
চরণ মুছি দাও ফিরে ধন রাখি যতনে।

পঞ্চতনের নাম স্মরণে, বলে দাস হাদী হীনে,
আত্মঘাতী হব প্রিয়ে সেই ধন বিনে।

লেখক : আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

হারা মন খুঁজতে আইলাম