হায়রে দয়াল ভাণ্ডারী,
দোজাহানের মালিক আমার জগতের কাণ্ডারী।
(মাওলারে) তোমার নাম নিয়ে দিলাম ভব-সাগরে পাড়ি।
পুলছেরাতে পার করিও দিয়ে চরণ তরী।।
(মাওলারে) মানুষ রূপ ধরে এলে চিনিতে না পারি।
তুমি যদি দয়া কর এক পলকে তরি।।
(মাওলারে) মদিনা বোগদাদ, আজমিরের খেলা সাঙ্গ করি।
চট্টগ্রামে রোশন করিলা ভাণ্ডারী।।
(মাওলারে) নাম শুনে তোমার দরজায় হয়েছি ভিখারী।
রমেশ বলে দোহাই তোমার এক নজরে চাও ফিরি।।