সুন্দর মুরতী তুমি মাইজভাণ্ডারী পূর্ণ শশী।
এতই সুন্দর বলে তোমায় এত ভালবাসি।।
ললাটে নূরানী জ্যোতি চুল মোবারক রেশমী সুতি।
যুগল ভমর দেখলে দাসের মন প্রাণ হয় উদাসী।।
নাক মোবারক ধনুর মতন ঠোট মোবারক রাঙ্গা বরণ।
চোখ মোবারক দেখতে যেন অসীম সায়র প্রেম পিয়াসী।।
গোলাপি কপল দু’টি রাংগা আলোর ঝিকিমিকি।
হাসিতে বিজলী খেলে মুক্কতো যেন পড়ে খসি।।
সিনা তোমার নূরে ঘেরা আল্লাহর জলওয়া ভরা।
বসে আছেন খোদ রাব্বানা সেথায় হয়ে আর্শ নশি।।
মীম দেখেছি তোমার সাথে নূর মাহমুদী লহর৩ ছুটে।
যে পেল এক বিন্দু তাহার ললাটে তার চমক রাশি।।
পাপী তাপীর তরী যেন চরণ তমার মাওলা ধন।
রাঙ্গা চরণ সোনার বরণ সফি সেই চরণ পিয়াসী।।
লেখক : সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী