সখি বাতাস খাই পাঙ্খা লারি,
রাস্তার ধারে খারাই রইয়্যে বন্ধুর মণিপুর বাড়ি।
পারাইল্লা-দেবাইল্লা চৈল্লি ফিন্দাইয়া লাল শাড়ি।।
গায়ে অল্প বয়স সখির,
মনের মত রসিক পাইলে তারে খাওয়াই রস।
টাকা-পয়সায় না হয় রাজি, প্রেমের কাতর সুন্দরী।।
যৌবনের জ্বালায়-সখি,
কত রসিক ঘুরে বেড়াই সুন্দরীর আশায়।
কেহ বলে ফাঁসি গলে, কেহ বলে খাই ছুরি।।
কয় হীন খাইরুজ্জামা ধর গুরুর চরণ,
প্রেমের ফান্দে পড়ি কাঁন্দে হইলো রে মরণ।
শরম করে বুঝাই কারে, পাড়া পড়শি হইল বৈরী।।