যৌবন যুবতী মোহন মুরতী

যৌবন যুবতী, মোহন মুরতী, যেমন গগনের চাঁদ, পুষ্পের বাগানে, কুরঙ্গ নয়নে, ইঙ্গিতে হরিল প্রাণ। রূপে পূর্ণ শশী ভাবে প্রেম প্রেয়সী ফুঁকিয়ে মোহন বাঁশী, দেব মুনিগণ, ভুলাইতে মন, হরিষে করয়ে গান। কামেতে কামিনী, প্রেম ভাব গুণি, মুখেতে মধুর হাসি, প্রেম ভুরুবানে, মধুর গাহনে, হরিল হাদীর প্রাণ। লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

যৌবন যুবতী, মোহন মুরতী, যেমন গগনের চাঁদ,
পুষ্পের বাগানে, কুরঙ্গ নয়নে, ইঙ্গিতে হরিল প্রাণ।

রূপে পূর্ণ শশী ভাবে প্রেম প্রেয়সী ফুঁকিয়ে মোহন বাঁশী,
দেব মুনিগণ, ভুলাইতে মন, হরিষে করয়ে গান।

কামেতে কামিনী, প্রেম ভাব গুণি, মুখেতে মধুর হাসি,
প্রেম ভুরুবানে, মধুর গাহনে, হরিল হাদীর প্রাণ।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

যৌবন যুবতী মোহন মুরতী