মারহাবা মারহাবা গাউস মাইজভাণ্ডার,
কলীর পাপী উদ্ধারিতে হইলেন প্রচার।।
ভক্ত গণের নাহি ভয়, যদি মহা পাপী হয়,
দুই কুল ত্বরাইয়া লয় বাবা গুণধার।।
চায় না কার এবাদত, রেয়াজতের কি হাজত,
যার হৃদে মুহাব্বত আছে মাওলানার।।
ভবে সাধ্য আছে কার, বাহানীতে মাওলানার,
তিনি কলির অবতার আউলিয়ার সর্দার।।
প্রেম সাগরের লহরে, নিল যারে আদরে,
পাপ পুণ্য সে কি করে নিত্য পরিস্কার।।
দেখাইল পন্থ সোজা, অধিক নামাজ রোজা,
লতিফে কয় মাথায় বোঝা ছাড় এইবার।।