মন ডুবরী প্রেম সাগরী

মন ডুবরী প্রেম সাগরী নিত্য তাঁরি সাঁতার নূতন। সাগর ঢেউ নূতন নূতন ডুম্ব তাঁরি নূতন নূতন।। ভাটা নূতন জোয়ার নূতন জাহাজ নূতন বেপার নূতন। জাহাজেতে বোঝাই নূতন বেচা বিক্রয় নূতন নূতন।। সাপ্তা মাস সাল নূতন, রাত্র দিনের পল নূতন। নাসিকার শ্বাস নূতন, জনে জনের আশা নূতন।। ভব কুঞ্জবন নূতন, বন বৃন্দাবন নূতন। তরু লতা কাননেতে […]

মন ডুবরী প্রেম সাগরী নিত্য তাঁরি সাঁতার নূতন।
সাগর ঢেউ নূতন নূতন ডুম্ব তাঁরি নূতন নূতন।।

ভাটা নূতন জোয়ার নূতন জাহাজ নূতন বেপার নূতন।
জাহাজেতে বোঝাই নূতন বেচা বিক্রয় নূতন নূতন।।

সাপ্তা মাস সাল নূতন, রাত্র দিনের পল নূতন।
নাসিকার শ্বাস নূতন, জনে জনের আশা নূতন।।

ভব কুঞ্জবন নূতন, বন বৃন্দাবন নূতন।
তরু লতা কাননেতে সব দেখ নূতন নূতন।।

কালে কালে ঋতু নূতন, কুকিলের গীত নূতন।
ফল নূতন ডালি নূতন, পুস্প নূতন অলি নূতন।।

মছজিদ মণ্ডব ঘিরে নিত্য প্রিয়ার পূঁজা নূতন।
ধর্ম নূতন কর্ম নূতন কোফর মুছলমানী নূতন।।

ভাব নূতন ভাবুক নূতন, প্রেম নূতন প্রেমিক নূতন।
ভক্তি ও বাসনা নূতন, নমক ঠমক নূতন।।

প্রতি পলে প্রতি শ্বাসে, মাওলানার আসন নূতন।
মকবুলের হৃদাসনে প্রেম সাজে যেন নূতন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

মন ডুবরী প্রেম সাগরী