মন অহঙ্কারে দিন কাটালি

মন অহঙ্কারে দিন কাটালি মানুষ হবি কেমন করে। তোর সাধন ভজন নষ্ট হইল, হিংসাও নিন্দা অহঙ্কারে।। জেলে ধোপা মুচি জাতি, এই সকল ব্যবসার খ্যাতি, মূলে সকল মানুষ জাতি, আর জাতি নাই এই সংসারে।। জাতি গৌরব বাবু আনা, এই গৌরব তোর ভুল ধারণা, কুলের খবর নাই তোর জানা, কুলীন হবি কোন বিচারে।। জমিদারী পাকা বাড়ী, এই […]

মন অহঙ্কারে দিন কাটালি মানুষ হবি কেমন করে।
তোর সাধন ভজন নষ্ট হইল, হিংসাও নিন্দা অহঙ্কারে।।

জেলে ধোপা মুচি জাতি,
এই সকল ব্যবসার খ্যাতি,
মূলে সকল মানুষ জাতি, আর জাতি নাই এই সংসারে।।

জাতি গৌরব বাবু আনা,
এই গৌরব তোর ভুল ধারণা,
কুলের খবর নাই তোর জানা, কুলীন হবি কোন বিচারে।।

জমিদারী পাকা বাড়ী,
এই নিয়ে তোর অহঙ্কারী,
নকল ধন দুনিয়াদারি, আসল ধন তোর মাইজভাণ্ডারে।।

রমেশ কয় মন কর্মনাশা,
ছাড় ধন গৌরবের আশা,
যেই আশায় দুনিয়ায় আসা, হরদম থাক সেই আশা ধরে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

মন অহঙ্কারে দিন কাটালি