মনে মনে গোপনে কেনে রসিক জন।
মন ধন নিল মিলাই নয়নে নয়ন।।
সে তো মহা চোর, চালাক চতুর।
আঁখি ঠারে মন হরে চিনি না সে কোন।।
কি জাতি কি নাম, কোথা তাঁর ঠাম।
আর্শয়ে কি কুর্ছি কিবা ধরণী গগন।।
সে মন চোরা, না পড়ে ধরা।
অবিরত অন্বেষিয়ে ত্রিলক্ষ ভুবন।।
মকবুল সে চোর আছে ঘরে তোর।
মাওলানার পদ জ্যোতে চোরারে ধরণ।।