মনে কয় মসল্লি হই,
জাগা পাইতাম পইড়তাম নামাজ ইমাম সামনে লই।।
আল্লাহতালা ফরমাইয়াছে কুরান-হাদিস,
এক জরাও নাইরে বাকি সিজদা ইবলিস।
ত্রিভুবনে কোন স্থানে সিজদা দেওয়ার বাকি কই।।
যে জাগায় পড়িত নামাজ হযরত রসূল,
সেই জাগায় সজিদা করলে ইবাদত কবুল।
ইমাম ছাড়া পড়ে তারা মাটির দেওয়াল সামনে লই।।
মসল্লিরা পড়ে নামাজ মসল্লা বিছাই,
ফরজ নফল আদায় করে মসজিদত যাই।
ফরজ ছাড়ো নফল পড়ো ওযু করো তত্তিব লই।।
মণ্ডপ ঘরে পড়ে নামাজ নামাজী যেই জন,
রমণী তো ইমাম হইলে নামাজ হয় সাধন।
কহে হীন খাইরুজ্জামা কাফের হইবার বাকি কই।।