ভাণ্ডারে ভাণ্ডারী আছে

ভাণ্ডারে ভাণ্ডারী আছে কে যাবিলো আয়রে আয়, দয়াল ভাণ্ডার খোদার দরবার যারে তারে প্রেম বিলায়।। নানা রত্ন ভান্ডার ভরা, হিংসা দ্বেষ অহঙ্কার ছাড়া, যে দেখে সে মাতোয়ারা আপন হারা হয়ে যায়।। আগ দরজায় নাই গো দ্বারী, আনন্দে যায় গরাগরী, ব্রাহ্মণ চাণ্ডাল মুচি হাঁরী প্রেমানন্দে নাচে গায়।। ভাণ্ডারীকে যে দেখেছে, খোদার দেখা সে পেয়েছে, জাহের বাতেন […]

ভাণ্ডারে ভাণ্ডারী আছে কে যাবিলো আয়রে আয়,
দয়াল ভাণ্ডার খোদার দরবার যারে তারে প্রেম বিলায়।।

নানা রত্ন ভান্ডার ভরা,
হিংসা দ্বেষ অহঙ্কার ছাড়া,
যে দেখে সে মাতোয়ারা আপন হারা হয়ে যায়।।

আগ দরজায় নাই গো দ্বারী,
আনন্দে যায় গরাগরী,
ব্রাহ্মণ চাণ্ডাল মুচি হাঁরী প্রেমানন্দে নাচে গায়।।

ভাণ্ডারীকে যে দেখেছে,
খোদার দেখা সে পেয়েছে,
জাহের বাতেন তার এক হয়েছে দীন হীন রমেশ গায়।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

ভাণ্ডারে ভাণ্ডারী আছে