বেছিনে আগুন জ্বালাইল রে ভাণ্ডারী

বেছিনে আগুন জ্বালাইল রে ভাণ্ডারী এল, বেছিনে আগুন জ্বালাইল। প্রেমাগুনের হুতাশনে, কে জানে ঐ প্রেম কাননে, কে মরিল কেবা বাঁচিল রে। মাইজভাণ্ডারে রসিক বাঁকা, যার ভালে নূরানী রেখা, রসিক জনের মন মজাইল রে। প্রেমঠারে আড় নয়নে, নেহার করে যারি পানে, জীবন যৌবন কাড়িয়া নিল রে। অপূর্ব মিলনের ধারা, পড়েছে আনন্দ সাড়া, কুঞ্জবনে বসন্ত এল রে। […]

বেছিনে আগুন জ্বালাইল রে ভাণ্ডারী এল,
বেছিনে আগুন জ্বালাইল।

প্রেমাগুনের হুতাশনে, কে জানে ঐ প্রেম কাননে,
কে মরিল কেবা বাঁচিল রে।

মাইজভাণ্ডারে রসিক বাঁকা, যার ভালে নূরানী রেখা,
রসিক জনের মন মজাইল রে।

প্রেমঠারে আড় নয়নে, নেহার করে যারি পানে,
জীবন যৌবন কাড়িয়া নিল রে।

অপূর্ব মিলনের ধারা, পড়েছে আনন্দ সাড়া,
কুঞ্জবনে বসন্ত এল রে।

প্রেম শাস্ত্র রীতি নীতি, গুপ্ত ব্যক্ত যত ইতি,
আকারে ইঙ্গিতে জানাইল রে।

প্রেম দৃষ্টির আকর্ষণে, টান পড়েছে প্রাণে প্রাণে,
মৃগে, বাঘে সঙ্গে চালাইল রে।

করিমের প্রেম নীতি, দেখিয়ে আনন্দ গীতি,
ইব্রাহিমে হর্ষে গাহিল রে।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

বেছিনে আগুন জ্বালাইল রে ভাণ্ডারী