বারে বারে মনে শুনিল না

বারে বারে মনে শুনিল না। কালা প্রেমে কত পেল তাড়না।। না শুনি কথন, পাইলা যাতন। বিরহ বিষম জ্বালা নিভে না।। বিষম জ্বালায়, যেতে যমুনায়। বক্ষ তাপে শুকি গেল যমুনা।। সজল নয়ন, ধুইতে তখন। সিন্ধু নীর অদ্যাবধি হৈল লুনা।। করি কি এখন, না পেয়ে সে জন। বিরহ দাহনে, হৈনু দিওয়ানা।। বলয়ে মকবুলে জ্বলি ভস্ম হৈলে। মাওলানার […]

বারে বারে মনে শুনিল না।
কালা প্রেমে কত পেল তাড়না।।

না শুনি কথন, পাইলা যাতন।
বিরহ বিষম জ্বালা নিভে না।।

বিষম জ্বালায়, যেতে যমুনায়।
বক্ষ তাপে শুকি গেল যমুনা।।

সজল নয়ন, ধুইতে তখন।
সিন্ধু নীর অদ্যাবধি হৈল লুনা।।

করি কি এখন, না পেয়ে সে জন।
বিরহ দাহনে, হৈনু দিওয়ানা।।

বলয়ে মকবুলে জ্বলি ভস্ম হৈলে।
মাওলানার পাদুকায়ে মিশ না।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

বারে বারে মনে শুনিল না