বলে দেগো প্রাণ সজনি

বলে দেগো প্রাণ সজনি বন্ধু গেল কৈ। বন্ধুর প্রেম জ্বালা কত সই। বন্ধু মারি নয়ন বান; উদাসি করিয়া আমার নিল পাঁচ পরাণ, তার পরাণ আমার পরাণ মনে কয় মিশাইয়া রই। বন্ধু জল কেলি খেলায়, মুচকি হাসি আর নয়নে আমার পানে চায়, সেই হাসি মোর গলার ফাঁসি তার কারণে পাগল হৈ। বন্ধুর অঙ্গের কিরণ, প্রতি অঙ্গে […]

বলে দেগো প্রাণ সজনি বন্ধু গেল কৈ।
বন্ধুর প্রেম জ্বালা কত সই।

বন্ধু মারি নয়ন বান; উদাসি করিয়া আমার নিল পাঁচ পরাণ,
তার পরাণ আমার পরাণ মনে কয় মিশাইয়া রই।

বন্ধু জল কেলি খেলায়, মুচকি হাসি আর নয়নে আমার পানে চায়,
সেই হাসি মোর গলার ফাঁসি তার কারণে পাগল হৈ।

বন্ধুর অঙ্গের কিরণ, প্রতি অঙ্গে জ্যোতিঃ খেলে বিজলী বরণ,
নয়ন বাঁকা মদন মোহন, মন মানেনা তারে বই।

একবার বন্ধুরে পাইতাম, রমেশ বলে এই দুনিয়ার জ্বালা জুড়াতাম,
আমি দেশান্তরি হয়ে যাইতাম, প্রাণ বন্ধুরে বুকে লই।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

বলে দেগো প্রাণ সজনি