প্রেম করে হল একি যাতনা, বন্ধু এলোনা।
আমি মানুষ চিনে প্রেম করিলাম আশা পূর্ণ হলনা।।
আশা ছিল প্রাণে প্রাণে মিলিব দুই জন,
করব প্রেম আলাপন।
এক পালঙ্কে করব শয়ন দুইজনে এক বিছানায়।।
হৃদয় সিংহাসনে বন্ধু আছে সর্বদায়,
আমি আছি তার আশায়,
স্বপনেতে দেখা দিয়া আর তো দেখা দিল না।।
শঠের পিরিতি জলের রেখা জল ফুরালে নাই,
তার চিহ্ন নাহি পাই।
দেখবার আশে জীবন কাটাই দুঃখ আমার গেলনা।।
গোপনে দেখা দিবে ওয়াদা ছিল,
বন্ধু কেন ভুলিল।
রমেশ মরণ দিন পর্যন্ত বুঝল তবু আশা ছাড়ব না।।