প্রেমিকে নামাজ পড়েনা

প্রেমিকে নামাজ পড়েনা, প্রেমিকে নামাজ পড়ে না, ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা। আগাগোড়া নাই জানে, কোরান চোরের কথা মানে। নিজের নামাজ হচ্ছে কিনা, বিচার করে না। কেহ বেনমাজি ছিল, যবে আসি মুরিদ হল। পঞ্জগনা নামাজ, আলস্য করে না। নাছুতে তওয়াজ্জু পেলে, নফছের সঙ্গে যুদ্ধ চলে। জাহেরাতে নামাজের, সময় থাকে না। সর্ব শত্রু নাশ করি, যে যাবে […]

প্রেমিকে নামাজ পড়েনা, প্রেমিকে নামাজ পড়ে না,
ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা।

আগাগোড়া নাই জানে, কোরান চোরের কথা মানে।
নিজের নামাজ হচ্ছে কিনা, বিচার করে না।

কেহ বেনমাজি ছিল, যবে আসি মুরিদ হল।
পঞ্জগনা নামাজ, আলস্য করে না।

নাছুতে তওয়াজ্জু পেলে, নফছের সঙ্গে যুদ্ধ চলে।
জাহেরাতে নামাজের, সময় থাকে না।

সর্ব শত্রু নাশ করি, যে যাবে মলকুত পুরি।
নিশ্বাসে নামাজ পড়ে, সহস্র-গনা।

জবরুতে গমন যার, শয়ন জাগন তার।
সকলি নামাজ কহে রুমী মওলানা।

কায়া শুদ্ধি হল যার, লাহুতে ভ্রমণ তার।
তপ জপ ইত্যাদি, দরকার করে না।

এত ভেদাভেদ যাতে, ভুলে কি বুঝিবে তাতে।
রত্ন জ্যোতিঃ দেখবে না যার, দু’চক্ষু কানা।

নামাজিরা ওয়াজে যায়, বেহেস্ত বাগান ডিগ্রি পায়।
ভাবিল না নিজের নামাজ, হইল কিনা।

করিমে কয় ছুফিগণ, নামাজ পড় শান্ত মন।
মনে রাখ ওয়াইল, দোজখের যন্ত্রণা।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

প্রেমিকে নামাজ পড়েনা