পিরীতি অমূল্য নিধি, প্রেম জানেনা মূর্খ জন।
প্রেম জানে মোর মাইজভাণ্ডারী, রসনিধি মাওলা ধন।।
যে না জানে প্রেমের মর্ম, কিবা তার ধর্ম কর্ম।
বিফল তার ঘুরাফিরা কাবা কাশী বৃন্দাবন।।
বোগদাদে আজমীরে গেল, কিবা পাপ পূণ্য হল।
হত মূর্খ না ভজিল প্রেম নিধির শ্রীচরণ।
শরিয়তে নীতি শিক্ষা, তরিকতে প্রেমের দীক্ষা।
বিনা প্রেমে রীতি নীতি তপ জপ অকারণ।
বিদ্যা আছে জ্ঞান নাই, বেবুঝা শয়তানের ভাই।
প্রেমের পথে বাঁধা আনে আলেম-রূপী জাহেলগণ।।
প্রেম পতি খোদা তা’লা, শিখাইতে প্রেমের খেলা।
করাইলেন প্রেম গুরু নবীজির পদার্পণ।।
রসিকে রসিকে মেলা, খেলে তারা প্রেম খেলা।
সর্বজয়ী হয়ে গেলেন রসিক আসহাবগণ।।
রুমের রসিক মণি, বোগদাদের প্রেম জ্ঞানী।
আজমিরের প্রেম নিধি খেলে গেছেন প্রেম খেলা।।
অবশেষে ভাগ্য বলে, বিভূর করুণা ফলে।
সত্য প্রেমের দীক্ষা নিয়ে মাইজভাণ্ডারীর আগমন।
না বুঝিয়ে প্রেমের ঠার, করল কত অত্যাচার।
না বুঝিলে প্রেমের মর্ম শরিয়তের ছুফিগণ।।
মনছুরেরে শুলী দেওয়া, বড় পীরেরে কাফের কওয়া।
ফৎওয়া বাজীর ফলাফল মুফতীগণের আচরণ।।
তিবরিজীরে কতল করা, ছরমদেরে প্রাণে মারা।
বে বুঝা আলেমগণের বোকামীর নিদর্শন।।
প্রেমই কোরানের সার, প্রেম খেলার ইচ্ছা যার।
করিমে কয় ভজ গিয়া মাইভাণ্ডারীর শ্রীচরণ।।