নিশি কেহ এসে আমা কৈল্য দিওয়ানা।
জ্বালায় রূপ সামায়ে কৈল্য পরওয়ানা।।
ধরিতে চরণখানি শীঘ্রে চলি গেল ধনি।
পালাইল চাঁদবদনী, ধরা পৈল না।।
তুমি পর্দাপত্নী ছিলে দেহ গৃহ শূন্য পেলে।
মনমত কৈত্তেম খেলি কেন রৈলে না।।
যবে ধনি যাইবারে, মাটি পরে পদ ধরে।
মনে হায় হায় করে মাটি হৈলেম না।।
প্রেমিকের গোর পরে, চলি যেতে পন্থ দ্বারে।
উদাসী মনে বলিল কেন মৈলেম না।।
দহ কিসে ভাবানলে যবে সদা প্রেম খেলে।
মকবুল কলঙ্কিয়ার ছলে, হযরত মাওলানা।।