নালিশ দিয়্যম মণিপুর থানায়

নালিশ দিয়্যম মণিপুর থানায়, ডাক ন-মানের চৌকিদার ভাই চুরি হইল পাড়ায়। দুপুর বেলা চোরের মেলা, চৌকিদার ভাই নিদ্রা যায়।। ওরে যারা করে ডাকাতি, ভিন্ন দেশি নইরে তারা আপন জাতি। সিং না খুঁড়ি করে চুরি সাবধানে মাল লইয়া যায়।। পড়া পড়শি গণ রে ও-মন, চোরের কথা নাই গো মনে সদাই অচেতন। জমা টাকা ঠিক না মিলে, […]

নালিশ দিয়্যম মণিপুর থানায়,
ডাক ন-মানের চৌকিদার ভাই চুরি হইল পাড়ায়।
দুপুর বেলা চোরের মেলা, চৌকিদার ভাই নিদ্রা যায়।।

ওরে যারা করে ডাকাতি,
ভিন্ন দেশি নইরে তারা আপন জাতি।
সিং না খুঁড়ি করে চুরি সাবধানে মাল লইয়া যায়।।

পড়া পড়শি গণ রে ও-মন,
চোরের কথা নাই গো মনে সদাই অচেতন।
জমা টাকা ঠিক না মিলে, হিসাব দিতে হইবে বড় দায়।।

গুরুর পদ ধরি হীন খাইরুজ্জামা কয়,
চৌকিদার ভাই সজাগ থাকিলে চুরি অইতো নয়।
হীরা কাঞ্চন অমূল্য ধন সর্ব চুরি দাগ ছড়ায়।।

লেখক: মাস্টার খাইরুজ্জামা

error:

নালিশ দিয়্যম মণিপুর থানায়