ধন্যরে প্রেমিকগণ মাইজভাণ্ডারী প্রেমের

ধন্যরে প্রেমিকগণ, মাইজভাণ্ডারী প্রেমের মহাজন। ত্রিজগতে যত প্রেমিক চুম্বে যার শ্রীচরণ। তথা প্রেমেরি মেলা, প্রেম তরঙ্গে সাঁতার কেটে করে খেলা। দূর হয়ে যাও সরে দাঁড়াও যত অপ্রেমিকগণ। শুধু প্রেমেরি কারণ, মানবী দানবী কুল করেছে সৃজন। কুরআনেতে খোদার বাণী হাদিসে কয় নবীধন। প্রেমের এত ছলনা, রব্বে আরিনি লনতারানী প্রেমের বাহানা। (আবার) প্রেমস্বরে কারে করে ওদনো মিন্নি […]

ধন্যরে প্রেমিকগণ,
মাইজভাণ্ডারী প্রেমের মহাজন।
ত্রিজগতে যত প্রেমিক চুম্বে যার শ্রীচরণ।

তথা প্রেমেরি মেলা,
প্রেম তরঙ্গে সাঁতার কেটে করে খেলা।
দূর হয়ে যাও সরে দাঁড়াও যত অপ্রেমিকগণ।

শুধু প্রেমেরি কারণ,
মানবী দানবী কুল করেছে সৃজন।
কুরআনেতে খোদার বাণী হাদিসে কয় নবীধন।

প্রেমের এত ছলনা,
রব্বে আরিনি লনতারানী প্রেমের বাহানা।
(আবার) প্রেমস্বরে কারে করে ওদনো মিন্নি সম্বোধন।

যে দেয় প্রেমপথে বাঁধা,
রূমের প্রেমিকে তারে বলেছে গাধা।
প্রেমের মর্ম বুঝলনারে আলেমরূপী জাহেলগণ।

সে জন পাগল হতে হয়,
নপুংসকের কাছে যেবা প্রেমের কথা কয়।
প্রেমের মর্ম কি জানিবে বি.এ, এম.এ, বি.এল গণ।

কহে করিম লাচার,
প্রেম ছলে করে দিবেন ভবসিন্ধু পার,
প্রেমিক সুজন গাউসুল আজম মদন মোহন মাওলাধন।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

ধন্যরে প্রেমিকগণ মাইজভাণ্ডারী প্রেমের