গাও মন দিবা নিশি গাউছুল আজম

গাও মন দিবা নিশি গাউছুল আজম মাইজভাণ্ডারী গাউছুল আজম মাইজ ভাণ্ডারী। ভাণ্ডারীর নাম থাকলে জানা, চক্ষে থাকলে রূপ নিশানা, বৃন্দাবন মক্কা মদিনা গয়া কাশীর কি ধার ধারী।। ভাণ্ডারীর নাম থাকলে মনে, কি কবে লোক দোষমনে, যশ কীর্তি তার ত্রিভুবনে গাইবে দিবা শর্বরী।। বাবার পাগল ছেলে রমেশ আজি, হলেম না আর কাজের কাজি, যা কর তা […]

গাও মন দিবা নিশি গাউছুল আজম মাইজভাণ্ডারী
গাউছুল আজম মাইজ ভাণ্ডারী।

ভাণ্ডারীর নাম থাকলে জানা,
চক্ষে থাকলে রূপ নিশানা,
বৃন্দাবন মক্কা মদিনা গয়া কাশীর কি ধার ধারী।।

ভাণ্ডারীর নাম থাকলে মনে,
কি কবে লোক দোষমনে,
যশ কীর্তি তার ত্রিভুবনে গাইবে দিবা শর্বরী।।

বাবার পাগল ছেলে রমেশ আজি,
হলেম না আর কাজের কাজি,
যা কর তা আছি রাজি আমি তোমারী তোমারী।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

গাও মন দিবা নিশি গাউছুল আজম