গাউসুল আজমের ভাণ্ডার

গাউসুল আজমের ভাণ্ডার, গাউসুল আজমের ভাণ্ডার। মাইজভাণ্ডারে খুলিয়াছেন, গাউসিয়তের দ্বার।। গাউসিয়ত যথায় যায়, জগৎ কাবা হয় তথায়। সে দিকে সজিদা না করে, সাধ্য আছে কার।। মক্কাতে জাহেরি কাবা, দিলের কাবা মওলা বাবা। বাতেন ছাড়া জাহের মান, নাপাকি আচার।। সজিদালিল্লাহ্ কিবা হয়, লেগায়রিল্লাহ্ কারে কয়। কুরআন চোরা নাহি জানে, পূর্ণ সমাচার।। মুর্শিদ কামেল হলে, তাঁর শ্রীচরণ […]

গাউসুল আজমের ভাণ্ডার, গাউসুল আজমের ভাণ্ডার।
মাইজভাণ্ডারে খুলিয়াছেন, গাউসিয়তের দ্বার।।

গাউসিয়ত যথায় যায়, জগৎ কাবা হয় তথায়।
সে দিকে সজিদা না করে, সাধ্য আছে কার।।

মক্কাতে জাহেরি কাবা, দিলের কাবা মওলা বাবা।
বাতেন ছাড়া জাহের মান, নাপাকি আচার।।

সজিদালিল্লাহ্ কিবা হয়, লেগায়রিল্লাহ্ কারে কয়।
কুরআন চোরা নাহি জানে, পূর্ণ সমাচার।।

মুর্শিদ কামেল হলে, তাঁর শ্রীচরণ তলে।
দাসগণের স্বর্গবাস, আনন্দ বাহার।।

খোদা রাসূল গুরুধন, ভিন্ন না জান কখন।
জানিলে মারিদ কহে, রুমী গুণদার।।

মওলা ধনের শ্রীচরণে, পাগল করিম বলে।
দাসগণের সঙ্গে লিখে, রাখ নাম তার।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

গাউসুল আজমের ভাণ্ডার