গলায় ফাঁসি দিয়া মারো রে

যদি গলায় ফাঁসি দিয়া মারো রে, তবু তোমায় ছাড়বো নাযদি অপরাধী হইয়া গো থাকি, আর আমায় কান্দায়া মাইরো না। লাইলির জন্য মজনু পাগল, ইউছুফ-জুলেখার দিওয়ানা,আমি পাগল তোমার লাগি রে, জগতের ঘোষণা ॥ করিম-রহিম নামটি তোমার, জগতে ঘোষণা,এই দাসেরে করতে দয়া রে, কে কইরাছে মানা ॥ কেয়া ঘাটে গিয়াছিলাম, তরি তো মিলেনা,তোমার চরণ ধরি পাড় হইবো […]

যদি গলায় ফাঁসি দিয়া মারো রে, তবু তোমায় ছাড়বো না
যদি অপরাধী হইয়া গো থাকি, আর আমায় কান্দায়া মাইরো না।

লাইলির জন্য মজনু পাগল, ইউছুফ-জুলেখার দিওয়ানা,
আমি পাগল তোমার লাগি রে, জগতের ঘোষণা ॥

করিম-রহিম নামটি তোমার, জগতে ঘোষণা,
এই দাসেরে করতে দয়া রে, কে কইরাছে মানা ॥

কেয়া ঘাটে গিয়াছিলাম, তরি তো মিলেনা,
তোমার চরণ ধরি পাড় হইবো রে, পাগল রমিজের বাসনা ॥

লেখক : রমিজ ফকির

error:

গলায় ফাঁসি দিয়া মারো রে