কেমনে ভুলি তাঁহারে, কেমনে ভুলি তাঁহারে।
শয়নে স্বপ্নেতে সদা হেরি যাহারে।।
সে তো মোর চক্ষু কর্ণ, সে তো মোর প্রাণধন।
সে বিনে নিশ্চয় মোর প্রাণ যাবেরে।।
দুঃখ আর সুখ সেই, স্বর্গ কি নরক সেই।
হৃদাসনে সে বিনে না হেরি কাহারে।।
গাউসে ধনের প্রেমানলে, প্রাণ হু-হু কৈরে জ্বলে।
মকবুলেরে শান্ত কর প্রাণ সখারে।।