কেঁদে কেঁদে নানা ছন্দে

কেঁদে কেঁদে নানা ছন্দে, ডাকিয়ে ভাঙ্গিলাম গলা। (তোমার) ছমিউন-বছির নাম, শুধু বুঝি ছেলে খেলা।। ডাকিতে জনম গেল, সুর শব্দ শেষ হল। আর ডাকিতে ভাষা নাই, পরানে না সহে জ্বালা।। কেহ বলে ডাক জানিনা, তা আমি মোটেই মানি না। জানারা তোমারই দাস, অজানারা কার চেলা।। জানারা জানিয়ে ডাকে, অজানারা ডাকিবে কাকে? কেমন দয়াল তুমি, অবোধেরে কর […]

কেঁদে কেঁদে নানা ছন্দে, ডাকিয়ে ভাঙ্গিলাম গলা।
(তোমার) ছমিউন-বছির নাম, শুধু বুঝি ছেলে খেলা।।

ডাকিতে জনম গেল, সুর শব্দ শেষ হল।
আর ডাকিতে ভাষা নাই, পরানে না সহে জ্বালা।।

কেহ বলে ডাক জানিনা, তা আমি মোটেই মানি না।
জানারা তোমারই দাস, অজানারা কার চেলা।।

জানারা জানিয়ে ডাকে, অজানারা ডাকিবে কাকে?
কেমন দয়াল তুমি, অবোধেরে কর হেলা।।

ওহে কান্ত মাইজভাণ্ডারী, তুমি পাপ তাপ হারি,
তুমি কেবলা তুমি কাবা, তুমি বাবা তুমি মাওলা।।

ধরেছ দয়াল নাম, পুরাও সবের মনস্কাম,
মৌনমুখি থাক কেন, এই দাস করিমের বেলা।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

কেঁদে কেঁদে নানা ছন্দে