কারে বুঝাই মনের দুঃখ,
কে মারিল আরে দোনালী বন্দুক।
অ-তুই কার সনে গেলিরে বনে, না দেখিলি মা বাপের মুখ।।
খালে উঠি ডালে বসি, গায় যে রাধার গীত।
সু-মঙ্গল বুঝিয়া আমি করিলাম পিরিত।
অ-তুই কার সনে গেলিরে বনে, না দেখিলি মা বাপের মুখ।।
তোমার আমার ভালবাসা ছিল সু-যতন,
অকালে ভাঙ্গিবা বলি নাহি ছিল মন।
কহে হীন খাইরুজ্জামারে ভাঙ্গি গেল জনমের দুঃখ।।