আমি যার লাগি কলঙ্কের ভাগি
তারে আমি পাইলাম কই
তোমরা নি দেইখাছ তারে সই ॥
(সখী গো) আসবে বলে প্রাণ শশী
হৃদ আসন সাজাইলাম বসি গো
আমার ফুলের শয্যা হইল বাসি
প্রাণ বন্ধুয়া আইল কই ॥
আমার মুর্শিদ মালা যার গলে
তার বুক ভেসে যায় নয়ন জলে গো
আমায় অন্ধ লোকে মন্দ বলে
মনের বেদন কারে কই ॥
সখী গো আমি আগে যাইতাম ঘরে ঘরে
লোকে কত আদর করত মোরে
আমি এখন ফিরি দ্বারে দ্বারে
প্রেমের ভিক্ষা পাইলে লই ॥
মুর্শিদ আমার চিকন কালা
রূপ দেখাইয়া মন হরিল
সেই রূপেতে মরণ ভালো
কলঙ্কের হার গলায় লই ॥
অধম দাসে কেন্দে বলে
আমার মাওলা ধনের চরণ তলে গো
তোমার নামের সাড়া পেলে
চির দাসী হইয়া রই ॥