আশার আশায়ে গেল এ জীবন, আশা পূর্ণ বুঝি হল না।
বুকে পাষাণ বাঁন্ধিয়ে কান্দিয়ে কান্দিয়ে,
জীবন গেল সে এলনা।।
শান-মান গেল মালধন গেল,
জন্মিতে প্রেমেরি ভাবনা।
ইষ্টতা ছুটিল মিত্র বৈরী হল,
কেহ মোর ভবে রৈলনা।।
কেমখাবি গাদি গেল ছঞ্জাবি তোষক গেল,
আর গেল ফুলেরি বিছানা।
সব চলি গেল কিছু না রহিল,
সে কেন আমারি হল না।।
বিচ্ছেদ যাতনা আর সহা যায় না,
এবে ঝম্প দিব যমুনা।
হাঙ্গর কুম্ভীরে খেয়ে যাবে আমারে,
কেন আমার মিলন হল না।।
না হলে মিলন অসার জীবন,
আশার ভবের জন্মনা।
নরক তুলন সংসার জীবন
না হলে প্রিয়ার মিলনা।।
মকবুলে বলয়ে আশার আশায়ে
প্রিয়ার বাসনা ছেড়না।
হৈওনা নিরাশা ছেড়না ভরসা,
মিলিবে একদিন মাওলানা।।