অহে অবোধ মন কারো প্রেমে

অহে অবোধ মন, কারো প্রেমে মৈজ না কখন। এই ভবে জান সবে, আপনে আপন।। আপ্ত কর্মে আপে সাইজে, আপ্ত প্রেমে আপে মৈজে। আপনে আপন খোঁজে, আপন সাধন।। আপ্ত নাশি আপ খোঁজে, যে মৈজাছে আপ বুঝে। নিশ্চিয় পাইল সে আপনে আপন।। না চিনিলে আপ্তজন, না চিনিবে নিরাঞ্জন। কেতাবেতে এই মতে, আপন বর্ণন।। যদি চাহ আপ্ত চিন, […]

অহে অবোধ মন, কারো প্রেমে মৈজ না কখন।
এই ভবে জান সবে, আপনে আপন।।

আপ্ত কর্মে আপে সাইজে, আপ্ত প্রেমে আপে মৈজে।
আপনে আপন খোঁজে, আপন সাধন।।

আপ্ত নাশি আপ খোঁজে, যে মৈজাছে আপ বুঝে।
নিশ্চিয় পাইল সে আপনে আপন।।

না চিনিলে আপ্তজন, না চিনিবে নিরাঞ্জন।
কেতাবেতে এই মতে, আপন বর্ণন।।

যদি চাহ আপ্ত চিন, গুরুকে না ভেব ভিন।
যে মত মকবুল নামে মাওলানা সুজন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

অহে অবোধ মন কারো প্রেমে