অলি দিগের রাজা মহারাজ

অলি দিগের রাজা মহারাজ, লও মোদের সালামখানি, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখ মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী। রাসূলে পাকের তুমি পেয়ারা, মওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগরপাড়া। সর্বগুণে গুণময়ী তুমি মেহবুবে সুবহানি ।। মুসিবতে পড়ে আমরা, ডাকি তোমায় দস্তগীর মুহুর্তে উদ্ধার করো মোদের ওগো বড়পীর। নাই […]

অলি দিগের রাজা মহারাজ, লও মোদের সালামখানি,
আব্দুল কাদের জিলানী।
কৃপা করে রাখ মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি
আব্দুল কাদের জিলানী।

রাসূলে পাকের তুমি পেয়ারা, মওলা আলীর নয়ন তারা,
মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগরপাড়া।
সর্বগুণে গুণময়ী তুমি মেহবুবে সুবহানি ।।

মুসিবতে পড়ে আমরা, ডাকি তোমায় দস্তগীর
মুহুর্তে উদ্ধার করো মোদের ওগো বড়পীর।
নাই তুলনা বিশ্বে তোমার, পীরানে পীর লাছানী।।

নজদী ওহাবীর ফিতনায় পড়ে, যায় বুঝি মোদের ঈমান,
বেদ্বীন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান।
পাঞ্জাতনের দোহাই তোমায়, কর মুশকিল আসানী।।

রোজ হাশরের কঠিন দিনে, তুমি যে মোদের আশা
তোমার কৃপায় তরে যাব, আছে মনে ভরসা
তাই তো মোরা নিত্য জপি তো মার ঐ পাক নামখানি।।

লেখক : আখতার আলী আলকাদেরী

error:

অলি দিগের রাজা মহারাজ