মিছা ভব মাঝে এসে

মিছা ভব মাঝে এসে কিসের রঙ্গ খেলরে মন মনুরা, নিজ রঙ্গে মুর্শিদ সঙ্গে খেল প্রেম খেলারে মন মনুরা। অজুদের শাহা সঙ্গে, খেলেছিলা নানা রঙ্গে, আজো কেনে প্রেম খেলা ভবে ভুলিলারে মন মনুরা। কোথা গেল সেই দিন যে সময়ে না ছিল ভিন, দুইয়ের বসন ঢেকে কেন রহিলারে মন মনুরা। লাহুতি জবরুতী ঠাম ত্যাগয়ে মলকুতি বাম, নাছুত […]

মিছা ভব মাঝে এসে কিসের রঙ্গ খেলরে মন মনুরা,
নিজ রঙ্গে মুর্শিদ সঙ্গে খেল প্রেম খেলারে মন মনুরা।

অজুদের শাহা সঙ্গে, খেলেছিলা নানা রঙ্গে,
আজো কেনে প্রেম খেলা ভবে ভুলিলারে মন মনুরা।

কোথা গেল সেই দিন যে সময়ে না ছিল ভিন,
দুইয়ের বসন ঢেকে কেন রহিলারে মন মনুরা।

লাহুতি জবরুতী ঠাম ত্যাগয়ে মলকুতি বাম,
নাছুত বাজারে বসে কিসের রঙ্গ খেলরে মন মনুরা।

যাও দাস হাদীর মন, মাইজভাণ্ডারীর শ্রীচরণ,
তাহে খেল নিজ রঙ্গ, রসের প্রেম খেলা রে মন মনুরা।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

মিছা ভব মাঝে এসে