বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জ্বলে, বিনয় করিগো প্রিয়া আয় আয়রে,
তাপের তাপিনী, প্রেম সোহাগিনী বিলাপী কুহরি প্রিয়া আয় আয়রে।
একেলা ঘরেতে, আসিয়া স্বপ্নেতে, লুটিলা যৌবন ধন,
সেই অবধি মন, সদা উচাটন, উদাসী হইয়াছি প্রিয়া আয় আয়রে ।
কামের কামিনী হইয়া বৈরাগিনী, ত্যাগিলাম পুষ্পের খাট,
তুই বন্ধু বিহনে, হৃদের আসনে, বসাব কাহারে প্রিয়া আয় আয়রে ।
তোমার তাড়না, শরীরে সহেনা, সহজে অবলা মুই,
বন্ধু বন্ধু বলে ঝাম্প দিয়া জলে, জীবন ত্যাজিব প্রিয়া আয় আয়রে।
তোমার কারণে, গহন কাননে, পর্বত শিখর ভ্রমিলাম কত,
নূতন বয়সী, হইলাম তপসী, মন্ত্রণা জপিয়ে প্রিয়া আয় আয়রে ।
দাস হাদী বলে প্রেমেতে মজিলে, নাহিগো মুক্তির আশ,
যাবত জীবন, করহে জপন, প্রেমের জপনা প্রিয়া আয় আয়রে।