বন্ধুগণ হিংসা ধর্ম প্রবল কলিতে।
করে ধর্ম নামে অধর্ম কাজ ফকিরি দল দলিতে।
চার মোজাব চার খান্দান তরিকা দেখা যায়,
এক তরিকার কথা কেবল জাহের করে জোর গলায়,
আর তিন তরিকা কোন দিগে যায়, পারেনি কেহ বলিতে।
চার তরিকার মর্ম জানি মাইজভাণ্ডারী খারাপ হয়,
স্বার্থ লোভী হিংসুকের দল তারাইত এই কথা কয়।
হালকা জিকির ভাল কাজ নয়, বুঝায় গিয়ে পল্লীতে।
খোদার পাগল ফকিরের দল যখন বেচাল শরীফ যায়,
কবরে রোয়াজা উঠে লাখে লাখে বাত্তি পায়,
শিন্নি মানত ছড়াছড়ি জেয়ারত হয় দিন রাতে।
আজীবন হিংসা করিয়া যখন কবরে যায়,
মাওলা জানে হিংসুকেরা কেমন করে গা সামলায়,
কয় রমেশে নিবে শেষে দোজকের হাজাল দিতে।।