প্রাণবন্ধু কবে হবে যুগল মিলন

প্রাণবন্ধু কবে হবে যুগল মিলন। রাধা সনে কৃষ্ণ যেমন রামের সনে সীতা। ইউছুফ আর জোলেখা যেমন গাছের সনে লতা।। ইন্দ্র সনে শচী যেমন শিবের সনে গৌরী। লায়লা সনে মজনু যেমন সুকের সনে সারি।। রমেশ বলে এই মিলনে আছে কিবা ফল। আমি খুঁজি এমন মিলনে চিনির সনে জল।। লবণ জলে তরঙ্গ যেরূপ মিলন হয়। এই রকমের […]

প্রাণবন্ধু কবে হবে যুগল মিলন।

রাধা সনে কৃষ্ণ যেমন রামের সনে সীতা।
ইউছুফ আর জোলেখা যেমন গাছের সনে লতা।।

ইন্দ্র সনে শচী যেমন শিবের সনে গৌরী।
লায়লা সনে মজনু যেমন সুকের সনে সারি।।

রমেশ বলে এই মিলনে আছে কিবা ফল।
আমি খুঁজি এমন মিলনে চিনির সনে জল।।

লবণ জলে তরঙ্গ যেরূপ মিলন হয়।
এই রকমের মিলন বিনে আসল মিলন নয়।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

প্রাণবন্ধু কবে হবে যুগল মিলন