পীরে কদমে সজিদা করা

পীরে কদমে সজিদা করা হারাম নয়, না বুঝিয়া মূর্খজনে ভক্তগণে কাফের কয়। মুর্শিদ খোদা নহে জুদা কোরাণে প্রমাণ, ভাইরে ঠিক রেখো ইমান ছুরা ইছুপে সজিদার ভেদ সমুদয়।। হাকিকি মসজিদ পীর আওলিয়ার শরীর, মাওলানা রূমী করে স্থির, গাধার দলে নাহি বুঝে নিন্দা করে কি বিষয়।। খোদার ভাবে নাচ গান তালে যন্ত্রেতে, বল দোষ কি হয় তাতে, […]

পীরে কদমে সজিদা করা হারাম নয়,
না বুঝিয়া মূর্খজনে ভক্তগণে কাফের কয়।

মুর্শিদ খোদা নহে জুদা কোরাণে প্রমাণ,
ভাইরে ঠিক রেখো ইমান
ছুরা ইছুপে সজিদার ভেদ সমুদয়।।

হাকিকি মসজিদ পীর আওলিয়ার শরীর,
মাওলানা রূমী করে স্থির,
গাধার দলে নাহি বুঝে নিন্দা করে কি বিষয়।।

খোদার ভাবে নাচ গান তালে যন্ত্রেতে,
বল দোষ কি হয় তাতে,
দুনিয়া চলে তালেতে বেতালে কোন কার্য হয়।

বাম দুধের নীচে নিত্য নাচে দেখি নিশিদিন,
ভাইরে তারে আগে চিন,
আলি নাচে খাজা নাচে রমেশ কয় নাচেনে কাজ সিদ্ধি হয়।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

পীরে কদমে সজিদা করা